নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
গ্রন্থঃ সুনান আদ-দারাকুতনী
অধ্যায়ঃ ৩. নামায (كتاب الصلاة)
হাদিস নম্বরঃ ১১৮৩
অধ্যায়ঃ ৩. নামায (كتاب الصلاة)
হাদিস নম্বরঃ ১১৮৩
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ حدثنا أبو سعيد الإصطخري الحسن بن أحمد - من كتابه - حدثنا محمد بن عبد الله بن نوفل ، ثنا أبي ، ثنا حفص بن غياث ، عن أبي إسحاق الشيباني ، عن جواب التيمي ، وإبراهيم بن محمد بن المنتشر ، عن الحارث بن سويد ، عن يزيد بن شريك ؛ أنه سأل عمر عن القراءة خلف الإمام ، فقال : اقرأ بفاتحة الكتاب ، قلت : وإن كنت أنت ؟ قال : وإن كنت أنا ، قلت : وإن جهرت ؟ قال : وإن جهرت ، رواته كلهم ثقات
আবু সাঈদ আল-ইসতাখরী আল-হাসান ইবনে আহমাদ (রহঃ) ... ইয়াযীদ ইবনে শারীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি উমার (রাঃ)-এর নিকট ইমামের পিছনে কিরাআত পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, তুমি ফাতিহাতুল কিতাব পড়ো। আমি বললাম, যদি আপনি (ইমাম) হন? তিনি বললেন, যদিও আমি (ইমাম) হই (তবুও) । আমি বললাম, যদি আপনি সশব্দে (কিরাআত) পড়েন? তিনি বলেন, যদিও আমি সশব্দে (কিরাআত) পড়ি।
এই হাদীসের সমস্ত রাবী নির্ভরযোগ্য।
এই হাদীসের সমস্ত রাবী নির্ভরযোগ্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন