আখেরী যামানায় সবার কাছে ইলম ছড়িয়ে দেওয়া হবে

আখেরী যামানায় সবার কাছে ইলম ছড়িয়ে দেওয়া হবে 



بَابُ الْعَمَلِ بِالْعِلْمِ وَحُسْنِ النِّيَّةِ فِيهِ اخبرنا مخلد بن مالك، عن حجاج بن محمد، عن ليث بن سعد، عن معاوية بن صالح، عن ابي الزاهرية، يرفع الحديث ان الله قال: «ابث العلم في اخر الزمان حتى يعلمه الرجل والمراة، والعبد والحر، والصغير والكبير، فاذا فعلت ذلك بهم، اخذتهم بحقي عليهم اسناده صحيح الى ابي الزاهرية حدير بن كريب وهو مرسل


গ্রন্থঃ সুনান আদ-দারেমী
অধ্যায়ঃ ভূমিকা (المقدمة)
হাদিস নম্বরঃ ২৫৯
মুয়াবিয়া ইবনু সালিহ, আবী যাহিরিয়্যাহ হতে বর্ণনা করেন, তিনি একে হাদীস হিসেবে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা’আলা বলেন: “আমি আখেরী যামানায় ইলমকে (সকলের মাঝে) ছড়িয়ে দেব, যাতে নারী-পুরুষ, কৃতদাস-স্বাধীন ব্যক্তি, ছোট-বড় নির্বিশেষে সকলেই তা শিখে নেয়। যখন আমি তাদের ব্যাপারে একাজ করব (তাদের জ্ঞান শিক্ষার সুযোগ করে দেব), তখন আমি আমার হকের বিষয়ে তাদেরকে পাকড়াও করব।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ আবী যাহিরিয়্যাহ পর্যন্ত সহীহ। কিন্তু তা মুরসাল। তাখরীজ: ইবনু্ আব্দুল বার, জামি’ বায়ানুল ইলম, নং ১২১০; আবু নুয়াইম, আল হিলইয়া ৬/১০০। হাদিসের মানঃ সহিহ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সয়তান ও নারীর চক্রান্ত

হিন্দুস্তানের যুদ্ধ - গাযওয়াতুল হিন্দ

জিহাদ ''হাদিসের অপব্যাখ্যা ও বিভ্রান্তির জবাব''