দাজ্জাল কে, কোথা থেকে বের হবে, তার ফিতনা কীভাবে হবে, কে তাকে হত্যা করবে, আমাদের করণীয় কী?
• দাজ্জাল কে? • কোথা থেকে বের হবে? • তার ফিতনা কীভাবে হবে? • কে তাকে হত্যা করবে? • আমাদের করণীয় কী? ১. দাজ্জালের পরিচয় ও অবস্থা রাসূলুল্লাহ ﷺ বলেন: “দাজ্জাল হবে একচোখা। তার ডান চোখ অন্ধ। সে জান্নাত ও জাহান্নামের মত কিছু নিয়ে আসবে, অথচ তার জাহান্নামই আসলে জান্নাত হবে, আর জান্নাত হবে জাহান্নাম।” সহীহ মুসলিম: 2936, বুখারী: 7127 ২. দাজ্জাল কোথা থেকে বের হবে? হাদীস ১: “দাজ্জাল খুরাসান অঞ্চল থেকে বের হবে। তার সঙ্গে থাকবে সত্তর হাজার ইহুদি, যাদের মাথায় থাকবে ফারসিদের চাদর।” সুনান তিরমিযি: 2237 (সহীহ) হাদীস ২: “সে (দাজ্জাল) শাম ও ইরাকের মধ্যবর্তী অঞ্চল থেকে বের হবে এবং ডান ও বামে বিপর্যয় সৃষ্টি করবে।” সহীহ মুসলিম: 2937 ৩. দাজ্জালের বর্তমান অবস্থান (তামীম আদ-দারী রা. এর হাদীস) রাসূল ﷺ বলেন: “তামীম আদ-দারী একজন খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন। তিনি একবার একটি দ্বীপে গমন করেন এবং সেখানে শৃঙ্খলাবদ্ধ এক বিশাল লোককে দেখতে পান, যে নিজেকে ‘দাজ্জাল’ বলে পরিচয় দেয়।” সহীহ মুসলিম: 2942 অর্থাৎ, দাজ্জাল এখনো মুক্ত নয়, আল্লাহর হুকুমে এক সময় সে বের হবে। ৪. মক্কা ও মদীনায় প্রবেশ করতে পারব...