তাক্বলীদ প্রসঙ্গ


ইবনু মাসঊদ (রাঃ) বলেছেন, لاتقلدوا دينكم الرجال ‘তোমাদের দ্বীনের ব্যাপারে লোকদের তাক্বলীদ করো না’ (বায়হাক্বী, আস-সুনানুল কুবরা, হা/২২৩৬, ২/১০,)
এই হাদীছের প্রত্যেক বর্ণনাকারী নির্ভরযোগ্য।
أَخْبَرَنَا أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ ، ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ ، ثنا مُحَمَّدُ بْنُ خَالِدٍ ، ثنا أَحْمَدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ ، ثنا إِسْرَائِيلُ ، عَنْ أَبِي حُصَيْنٍ ، عَنْ يَحْيَى بْنِ وَثَّابٍ ، عَنْ مَسْرُوقٍ ، عَنْ عَبْدِ اللَّهِ ، يَعْنِي ابْنَ مَسْعُودٍ ، أَنَّهُ قَالَ : " لا تُقَلِّدُوا دِينَكُمُ الرِّجَالَ ، فَإِنْ أَبَيْتُمْ فَبِالأَمْوَاتِ ، لا بِالأَحْيَاءِ " .
(১) আবদুল্লাহ আল-হাফেজ হলেন ইমাম হাকেম আল-নায়সাবুরী।
(২) আবু আব্বাস মুহাম্মাদ বিন ইয়াকুব সম্পর্কে ইমাম হাকেম বলেন 'وَكَانَ محدِّث عَصْره' 'ইনি তার সময়ের একজন মুহাদ্দীছ ছিলেন', ইমাম যাহাবী বলেন 'لإِمَامُ، المُحَدِّثُ' 'ইমাম এবং মুহাদ্দীছ ছিলেন'। (সিয়ারু আলামিন নুবালা ১৫/৪৫৩) ইমাম ইবনু আবী হাতিম বলেন 'بلغنا أنه ثقة صدوق' 'আমরা এনাকে ছিক্বাহ, সুদ্বুক হিসাবেই জানি'। ইমাম ইবনু আসাকীর বলেন 'محدث مشهور' 'সুপরিচিত মুহাদ্দীছ ছিলেন'। (তারীখ দামেস্ক ৫৬/২৮৭) ইমাম জালালুদ্দীন সুয়ুতী বলেন 'الإِمَام الْمُفِيد الثِّقَة' 'ইমাম,উপকারী, ছিক্বাহ'। (তাবাকাতুল হুফফাজ লিলসুয়ুত্বী ১/৩৫৫)
(৩) মুহাম্মাদ বিন খালেদকে ইমাম নাসাঈ ছিক্বাহ বলেছেন, এবং ইমাম যাহাবী বলেন 'الإِمَامُ، العَالِمُ، الحُجَّةُ' 'ইমাম,আলেম এবং হুজ্জাত'। (সিয়ারু আলামিন নুবালা ১০/৬৪১-৬৪২)
(৪) আহমাদ বিন খালেদ আল-ওয়াহাবী সম্পর্কে ইমাম ইয়াহইয়া ইবনু মাঈন বলেন 'أَنَّهُ ثِقَةٌ' 'ইনি ছিক্বাহ' এবং ইমাম যাহাবী বলেন 'الإِمَامُ، المُحَدِّثُ، الثِّقَةُ' 'ইমাম, মুহাদ্দীছ এবং ছিক্বাহ'। (সিয়ারু আলামিন নুবালা ৯/৫৩৯-৫৪০)
(৪) ইসরাঈল বিন ইউনুস বিন আবী ইসহাক আমের বিন আবদুল্লাহ আল-হামদানী সম্পর্কে ইমাম যাহাবী বলেন 'الحَافِظُ، الإِمَامُ، الحُجَّةُ' 'হাফেজ, ইমাম, হুজ্জাত'; আহমাদ বিন জুহায়র এবং অন্যান্যরা ইয়াহইয়া ইবনু মাঈন থেকে বর্ণনা করেন যে, তিনি (ইয়াহইয়া ইবনু মাঈন) এনাকে ছিক্বাহ বলেছেন, আবু হাতিম আর-রাজী বলেন 'ثِقَةٌ، صَدُوْقٌ'। (সিয়ারু আলামিন নুবালা ৭/৩৫৭, বর্ণনাকারী নং ১৩৩)
(৫) ইয়াহইয়া ইবনু অত্তাবকে ইমাম নাসাঈ 'ছিক্বাহ' বলেছেন, ইবনু হিব্বান তার 'ছিক্বাহ' গ্রন্থে এনাকে উল্লেখ করেছেন। (তাহজীবুল কামাল ৬৯৩৯), ইমাম যাহাবী বলেন 'الإِمَامُ، القُدْوَةُ، المُقْرِئُ، الفَقِيْهُ، شَيْخُ القُرَّاءِ، 'ইমাম, আদর্শ ,ক্বারী, ফকীহ, কারীদের শায়েখ' (সিয়ারু আলামিন নুবালা ৪/৩৭৯) আহমাদ আল-ইজলী বলেন 'هُوَ تَابِعِيٌّ، ثِقَةٌ' 'ইনি একজন তাবেঈ এবং ছিক্বাহ' (সিয়ার ৪/৩৮১)
(৬) মাসরুককে ইমাম ইয়াহইয়া ইবনু মাঈন ছিক্বাহ বলেছেন, ইমাম আজলী বলেন 'كوفي، تابعي، ثقة' 'কুফী, ইনি একজন তাবেঈ এবং ছিক্বাহ', মুহাম্মাদ বিন সাঈদ বলেন 'كان ثقة' 'ইনি ছিক্বাহ'। (তাহজীবুল কামাল ৫৯০২), ইমাম যাহাবী বলেন 'الإِمَامُ، القُدْوَةُ، العَلَمُ،' ইমাম, আদর্শ, আলেম' ছিলেন। (সিয়ারু আলামিন নুবালা ৪/৬৩)
(৭) আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) একজন ছাহাবী।
নির্দিষ্ট কোনো আলেমের তাকলীদ না করতে সাহাবী মুয়াজ বিন জাবাল (রাঃ) বলেন,
أَمَّا الْعالِمُ فإِنِ اهْتَدَى فَلاَ تُقَلَّدُوهٌ دِينَكُمْ،
অর্থঃ "আলেম যদি হেদায়েত প্রাপ্ত ও সঠিক পথের উপরও থাকে, তারপরও দ্বীনের ব্যাপারে তাকে তাকলীদ করো না।"
(সুত্রঃ সুনানে কুবরা, বায়হাকী, হাঃ নং ৮৩২-৮৩৩, জামে ইবনে বার, ২০১৩)।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সয়তান ও নারীর চক্রান্ত

হিন্দুস্তানের যুদ্ধ - গাযওয়াতুল হিন্দ

জিহাদ ''হাদিসের অপব্যাখ্যা ও বিভ্রান্তির জবাব''