হাজরে আসওয়াত সম্পর্কে আলোচনা
হাজরে আসওয়াত একটি সম্মানিত পাথর । স্বয়ং রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথটিকে চুমু দিয়েছেন - যার কারনে সাহাবাগনও সুন্নাত হিসেবে চুমু দিতেন এবং মুসলিম উম্মাহও তাতে চুমু খায় ' যা সুন্নাহ । কিন্তু হাজরে আসওয়াত পাথটিকে কেন্দ্র করে বারাবারি করা যাবেনা - যা সরিয়াহ লঙ্গন হয় বা এমন বারাবারির কারনে ঈমান না চলে যায় । নিচে এই প্রসঙ্গে কয়েকটি হাদিস পেশ করা হলো - মুহাম্মদ ইবনু কাসীর (রহঃ) ... ‘উমর (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি হাজরে আসওয়াদের কাছে এসে তা চুম্বন করে বললেন, আমি অবশ্যই জানি যে, তুমি একখানা পাথর মাত্র, তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পার না। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমায় চুম্বন করতে না দেখলে কখনো আমি তোমাকে চুম্বন করতাম না। গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ) অধ্যায়ঃ ২২/ হজ্ব (হাজ্জ) (كتاب الحج) হাদিস নম্বরঃ ১৫০২ ----------------------------------------------------------- ১৫০৮। আসবাগ (রহঃ) ... ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কায় উপনীত হয়ে তাওয়...