পোস্টগুলি

মার্চ ৯, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হাজরে আসওয়াত সম্পর্কে আলোচনা

হাজরে আসওয়াত  একটি সম্মানিত পাথর । স্বয়ং রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথটিকে চুমু দিয়েছেন - যার কারনে সাহাবাগনও সুন্নাত হিসেবে চুমু দিতেন এবং মুসলিম উম্মাহও তাতে চুমু খায়  ' যা সুন্নাহ । কিন্তু  হাজরে আসওয়াত  পাথটিকে কেন্দ্র করে বারাবারি করা যাবেনা - যা সরিয়াহ লঙ্গন হয়  বা এমন বারাবারির কারনে ঈমান না চলে যায় । নিচে এই প্রসঙ্গে কয়েকটি হাদিস পেশ করা হলো  - মুহাম্মদ ইবনু কাসীর (রহঃ) ... ‘উমর (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি হাজরে আসওয়াদের কাছে এসে তা চুম্বন করে বললেন, আমি অবশ্যই জানি যে, তুমি একখানা পাথর মাত্র, তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পার না। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমায় চুম্বন করতে না দেখলে কখনো আমি তোমাকে চুম্বন করতাম না। গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ) অধ্যায়ঃ ২২/ হজ্ব (হাজ্জ) (كتاب الحج) হাদিস নম্বরঃ ১৫০২ ----------------------------------------------------------- ১৫০৮। আসবাগ (রহঃ) ... ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কায় উপনীত হয়ে তাওয়...

আল্লাহর অলি/ওলী কারা

বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা ইউনুস এর 62 নং আয়াতে আল্লাহতায়ালা বলেন اَلَاۤ اِنَّ اَوۡلِیَآءَ اللّٰہِ لَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ۚۖ জেনে রাখ! আল্লাহ্‌র বন্ধুদের কোন ভয় নেই এবং তারা  চিন্তিতও হবে না [১]। আলোচ্য আয়াতসমূহে আল্লাহর অলীদের বিশেষ বৈশিষ্ট্য, তাদের প্রশংসা ও পরিচয় বর্ণনার সাথে সাথে তাদের প্রতি আখেরাতের সুসংবাদ দেয়া হয়েছে। বলা হয়েছে যারা আল্লাহর অলী তাদের না থাকবে কোন অপছন্দনীয় বিষয়ের সম্মুখীন হওয়ার আশঙ্কা, আর না থাকবে কোন উদ্দেশ্যে ব্যর্থতার গ্রানি। এদের জন্য পার্থিব জীবনেও সুসংবাদ রয়েছে এবং আখেরাতেও। দুনিয়াতেও তারা দুঃখ-ভয় থেকে মুক্ত। আর আখেরাতে তাদের মনে কোন চিন্তা-ভাবনা না থাকার অর্থ জান্নাতে যাওয়া। এতে সমস্ত জান্নাতবাসীই অন্তর্ভুক্ত। আয়াতে উল্লেখিত ‘আওলিয়া’ শব্দটি অলী শব্দের বহুবচন। আরবী ভাষায় অলী অর্থ ‘নিকটবর্তী’ও হয় এবং দোস্ত-বন্ধু’ও হয়। আসুন জেনে নেই আল্লাহর অলি (বন্ধু) কারা ' যাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবেনা । তাইতো 'আল্লাহ' ঠিক তার পরের আয়াতেই' মানে সূরা ইউনুস এর -৬৩ নং আয়াতেই তাদের প...