দাজ্জাল কে, কোথা থেকে বের হবে, তার ফিতনা কীভাবে হবে, কে তাকে হত্যা করবে, আমাদের করণীয় কী?

  দাজ্জাল কে?

কোথা থেকে বের হবে?

তার ফিতনা কীভাবে হবে?

কে তাকে হত্যা করবে?

আমাদের করণীয় কী?


১. দাজ্জালের পরিচয় ও অবস্থা

রাসূলুল্লাহ ﷺ বলেন:

“দাজ্জাল হবে একচোখা। তার ডান চোখ অন্ধ। সে জান্নাত ও জাহান্নামের মত কিছু নিয়ে আসবে, অথচ তার জাহান্নামই আসলে জান্নাত হবে, আর জান্নাত হবে জাহান্নাম।”

সহীহ মুসলিম: 2936, বুখারী: 7127




২. দাজ্জাল কোথা থেকে বের হবে?

হাদীস ১:


“দাজ্জাল খুরাসান অঞ্চল থেকে বের হবে। তার সঙ্গে থাকবে সত্তর হাজার ইহুদি, যাদের মাথায় থাকবে ফারসিদের চাদর।”

সুনান তিরমিযি: 2237 (সহীহ)

হাদীস ২:


“সে (দাজ্জাল) শাম ও ইরাকের মধ্যবর্তী অঞ্চল থেকে বের হবে এবং ডান ও বামে বিপর্যয় সৃষ্টি করবে।”

সহীহ মুসলিম: 2937


৩. দাজ্জালের বর্তমান অবস্থান (তামীম আদ-দারী রা. এর হাদীস)


রাসূল ﷺ বলেন:


“তামীম আদ-দারী একজন খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন। তিনি একবার একটি দ্বীপে গমন করেন এবং সেখানে শৃঙ্খলাবদ্ধ এক বিশাল লোককে দেখতে পান, যে নিজেকে ‘দাজ্জাল’ বলে পরিচয় দেয়।”

সহীহ মুসলিম: 2942


অর্থাৎ, দাজ্জাল এখনো মুক্ত নয়, আল্লাহর হুকুমে এক সময় সে বের হবে।



৪. মক্কা ও মদীনায় প্রবেশ করতে পারবে না

রাসূল ﷺ বলেন:


“মক্কা ও মদীনার পথে ফেরেশতারা পাহারা দেয়, তাই দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না।”

সহীহ বুখারী: 1881, মুসলিম: 2943


তবে, মদীনার উপকণ্ঠে (সাবখা বা লবণাক্ত ভূমি) সে এসে অবস্থান করবে।


৫. দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা


রাসূল ﷺ বলেন:


“আদম সন্তানদের মাঝে দাজ্জালের চেয়ে বড় ফিতনাকারী আর কেউ আসেনি।”

সহীহ মুসলিম: 2946

দাজ্জাল এমন অলৌকিক কাজ দেখাবে, যাতে দুর্বল ঈমানদার মানুষ বিভ্রান্ত হয়ে যাবে।


৬. ঈসা (আ.) দাজ্জালকে হত্যা করবেন

হাদীস:


“ঈসা ইবনে মারয়াম (আ.) দাজ্জালকে লুদ নামক স্থানে হত্যা করবেন।”

সহীহ মুসলিম: 2937


🔹 “باب لُدّ” বা লুদ দ্বার—বর্তমান ফিলিস্তিন/ইসরায়েলের একটি এলাকা।



৭. দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়

রাসূল ﷺ বলেন:


“তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও।”

📚 সহীহ মুসলিম: 588

রাসূল ﷺ আরো বলেন:

“যে ব্যক্তি সুরা কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ রাখবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে।”

সহীহ মুসলিম: 809


কোনো বর্ণনায় রয়েছে শেষ ১০ আয়াত। উভয় অংশই পড়া উত্তম।



৮. দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোআ:


প্রত্যেক সালাতে, তাশাহুদ শেষে এই দোআ পড়া সুন্নত:


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ

অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের আযাব, কবরের আযাব, জীবনের ও মৃত্যুর ফিতনা এবং মাসীহ দাজ্জালের ফিতনা থেকে।

📚 সহীহ মুসলিম: 588

উপসংহার:


দাজ্জাল ফিতনা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ংকর পরীক্ষা। এ থেকে বাঁচতে দরকার:

ঈমান মজবুত করা

সুরা কাহফ মুখস্থ রাখা ও নিয়মিত পাঠ করা

দাজ্জালের ফিতনা থেকে আশ্রয়ের দোআ পড়া

হাদীস ও কুরআনের আলোকে প্রস্তুতি নেওয়া

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সয়তান ও নারীর চক্রান্ত

হিন্দুস্তানের যুদ্ধ - গাযওয়াতুল হিন্দ

জিহাদ ''হাদিসের অপব্যাখ্যা ও বিভ্রান্তির জবাব''