পোস্টগুলি

2025 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অন্তরে আল্লাহ ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালো বাসা

 উমার ইবনু খাত্তাব (রাঃ) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে এক লোক যার নাম ছিল ‘আবদুল্লাহ্ আর ডাকনাম ছিল হিমার। এ লোকটি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাসাত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম' শরাব পান করার অপরাধে তাকে বেত্রাঘাত করেছিলেন। একদিন তাকে নেশাগ্রস্ত অবস্থায় আনা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাবুক মারার আদেশ দিলেন। তাকে চাবুক মারা হল। তখন দলের মাঝ থেকে এক লোক বলল, হে আল্লাহ্! তার উপর লা‘নত বর্ষণ করুন! নেশাগ্রস্ত অবস্থায় তাকে কতবার যে আনা হল!  তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ  তাকে লা‘নত করো না।  আল্লাহর কসম! আমি জানি যে, সে আল্লাহ্ এবং তাঁর  রাসূলকে ভালবাসে। بَاب مَا يُكْرَهُ مِنْ لَعْنِ شَارِبِ الْخَمْرِ وَإِنَّهُ لَيْسَ بِخَارِجٍ مِنْ الْمِلَّةِ يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ رَجُلاً عَلَى عَهْدِ النَّبِيِّ ص...

দাজ্জাল কে, কোথা থেকে বের হবে, তার ফিতনা কীভাবে হবে, কে তাকে হত্যা করবে, আমাদের করণীয় কী?

  • দাজ্জাল কে? • কোথা থেকে বের হবে? • তার ফিতনা কীভাবে হবে? • কে তাকে হত্যা করবে? • আমাদের করণীয় কী? ১. দাজ্জালের পরিচয় ও অবস্থা রাসূলুল্লাহ ﷺ বলেন: “দাজ্জাল হবে একচোখা। তার ডান চোখ অন্ধ। সে জান্নাত ও জাহান্নামের মত কিছু নিয়ে আসবে, অথচ তার জাহান্নামই আসলে জান্নাত হবে, আর জান্নাত হবে জাহান্নাম।” সহীহ মুসলিম: 2936, বুখারী: 7127 ২. দাজ্জাল কোথা থেকে বের হবে? হাদীস ১: “দাজ্জাল খুরাসান অঞ্চল থেকে বের হবে। তার সঙ্গে থাকবে সত্তর হাজার ইহুদি, যাদের মাথায় থাকবে ফারসিদের চাদর।” সুনান তিরমিযি: 2237 (সহীহ) হাদীস ২: “সে (দাজ্জাল) শাম ও ইরাকের মধ্যবর্তী অঞ্চল থেকে বের হবে এবং ডান ও বামে বিপর্যয় সৃষ্টি করবে।” সহীহ মুসলিম: 2937 ৩. দাজ্জালের বর্তমান অবস্থান (তামীম আদ-দারী রা. এর হাদীস) রাসূল ﷺ বলেন: “তামীম আদ-দারী একজন খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন। তিনি একবার একটি দ্বীপে গমন করেন এবং সেখানে শৃঙ্খলাবদ্ধ এক বিশাল লোককে দেখতে পান, যে নিজেকে ‘দাজ্জাল’ বলে পরিচয় দেয়।” সহীহ মুসলিম: 2942 অর্থাৎ, দাজ্জাল এখনো মুক্ত নয়, আল্লাহর হুকুমে এক সময় সে বের হবে। ৪. মক্কা ও মদীনায় প্রবেশ করতে পারব...